\documentclass[10pt]{barticle} \usepackage{obeng} \usepackage{beng-uni} \begin{document} \beng \begin{center} {\Large ছুটি} -রবীন্দ্রনাথ ঠাকুর {\tt Typeset in this format by Lakshmi K. Raut} \end{center} বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তির মাথায় চট্‌ করিয়া একটা নূতন ভাবোদয় হইল; নদীর ধারে একটা প্রকান্ড শালকাষ্ট মাস্তুলে রুপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়া ছিল; স্থির হইল, সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ, আবশ্যক-কালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিথা বোথ হইবে, তাহাই উপলব্ধি করিয়াই বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোমোর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময়ে ফটিকের কনিষ্ট মাখন লাল গম্ভীরভাভে সেই গুঁড়ির ঊপরে গিয়া বসিল; ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু-আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না; এই অকাল-তত্ত্বজ্ঞানী মানব সকলপ্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, "দেখ্‌ , মার খাবি। এবেলা ওঠ্‌।" \end{document}